গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পার্বত্য জেলা পরিষদ
জেলা প্রাথমিক শিক্ষা অফিস
খাগড়াছড়ি পার্বত্য জেলা।
স্মারক নং- 38.01.4600.000.12.001.20.940 তারিখঃ 13/09/2020 খ্রিঃ।
বিজ্ঞপ্তি
এতদ্বারা খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা- 2013, অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরির শর্তাদি নির্ধারণ) বিধিমালা- 2013 এবং নন ক্যাডার কর্মকর্তা, ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা- 2011 এর আলোকে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রণীত সহকারী শিক্ষকগণের উপজেলা ভিত্তিক জ্যেষ্ঠতা তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিস, খাগড়াছড়ির ওয়েবসাইটে (dpe.khagrachhari.gov.bd) প্রকাশ করা হলো। প্রকাশিত জ্যেষ্ঠতা তালিকার বিষয়ে কোন আপত্তি, অভিযোগ, পরামর্শ থাকলে আগামী 12 অক্টোবর, 2020 খ্রিঃ তারিখের মধ্যে উহা লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিম্নস্বাক্ষরকারী বরাবরে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত/-
(ফাতেমা মেহের ইয়াসমিন)
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
খাগড়াছড়ি পার্বত্য জেলা।
স্মারক নং- 38.01.4600.000.12.001.20.940/19 তারিখঃ 13/09/2020 খ্রিঃ।
অনুলিপিঃ সদয় জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় কার্যার্থে
১। মাননীয় চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
২। পরিচালক (পলিসি ও অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, সেকশন- 2, ঢাকা- 1216।
৩। উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
৪। উপজেলা নির্বাহী অফিসার (সকল), খাগড়াছড়ি পার্বত্য জেলা।
৫। উপজেলা শিক্ষা অফিসার (সকল), খাগড়াছড়ি পার্বত্য জেলা। (তাঁর উপজেলার সহকারী শিক্ষকগণের প্রণীত জ্যেষ্ঠতা তালিকা উপজেলার ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
6। সংরক্ষণ নথি।
স্বাক্ষরিত/-
(ফাতেমা মেহের ইয়াসমিন)
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
খাগড়াছড়ি পার্বত্য জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস